শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

নড়াইল-১ আসনে মুফতি রুহুল আমীনের ব্যাপক গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন ব্যাপক গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (সদর-কালিয়া) তার নির্বাচনী এলাকায় এ গণসংযোগ করন তিনি। এতে এলাকার হাজারও মানুষ অংশ নেন।

হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. এর গ্রন্থাবলী

গণসংযোগ ও শোডাউন থেকে তার প্রেসসচিব মুফতি তাসনিম আওয়ার ইসলামকে জানান, সকাল ৯টা থেকে শুরু হয় এ নির্বাচনী গণসংযোগ।

নড়াইল-১ নির্বাচনী এলাকাসহ আশপাশের অনেক এলাকা থেকে মানুষ দলে দলে ছুটে আসে গণসংযোগে।

তিনি বলেন, আজকের এ পথসভা ও গণসংযোগ কালিয়া, চাপাইল, নরাগাতি, বাওইসোনা এলাকা থেকে শুরু হয়েছে। শেষ হবে বাগডাঙ্গা স্কুল মাঠে গিয়ে।

জানা যায়, মুফতি রুহুল আমীনের নাড়াইল আগমন উপলক্ষে শোডাউন করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী। আলেম উলামা ও মাদরাসার শিক্ষার্থীরাও শোডাউনে অংশ নিয়েছেন।

হাজারখানেক মোটর সাইকেল ও কয়েকশ গাড়িবহর নিয়ে তারা নতুন এই প্রার্থীকে এলাকায় স্বাগত জানান বলে জানা গেছে।

মুফতি রুহুল আমীন গাড়িবহর নিয়ে সকালে গওহরডাঙ্গা থেকে নড়াইল-১ নির্বাচনী এলাকায় যান। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পথে কালিয়া বাজারে পথসভা করেন। পথসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এত বড় গণসংযোগ ও লোকের উপস্থিতি ইতিপূর্বে এ এলাকায় হয়নি।

গণসংযোগে মুফতি রুহুল আমীন স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগতভাবে নির্বাচনে আসার কোনো ইচ্ছা আমার ছিল না।

কিন্তু আপনাদের প্রতি জুলুম-অত্যাচার, সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হওয়া, সংখ্যালঘুদের ওপর অব্যাহত নির্যাতন আর আপনাদের ভালোবাসা আমাকে প্রার্থী হতে বাধ্য করেছে। আমি আমার এলাকার মানুষের জন্য কিছু করতে চাই এটাই আমার স্বপ্ন।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

তিনি বলেন, অামার বাবা দেশের মানুষ ও ইসলামের জন্য অনেক খেদমত করে গেছেন। আজ আমার বাবাকে মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। আমিও জনগণের খাদেম হতে চাই। আমার এলকাসহ আশপাশের এলাকায় মানুষের দুর্দিন আমি আমার চোখে দেখেছি। এখন সময় এসেছে দুর্দিন পেছনে ফেলে এগিয়ে যাওয়ার।

তিনি বলেন, আপনারা পাশে থাকলে আমাদের পথচলা সহজ হবে। উন্নয়নের পথে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো।বঞ্চিত মানুষের অধিকার আদায় সহজ হবে।

মুফতি রুহুল আমীন বলেন, আজ এক শ্রেণির লোক ক্ষমতার মোহে অন্ধ হয়ে এলাকার উন্নয়নের পরিবর্তে নিজের পকেট ভারী করার চিন্তায় লিপ্ত। অথচ এলাকায় বিদ্যুৎ নেই, রাস্তাঘাট ভাঙাচুরা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো জরাজীর্ণ। এসব সমস্যার সমাধানে দরকার সৎ, নীতিবান ও আদর্শ নেতার।

উল্লেখ্য, মুফতি রুহুল আমীন ‘ছদর সাহেব’ খ্যাত আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ.এর ছেলে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার পরিচিতি রয়েছে।

আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. ঢাকার লালবাগ জামিয়া কুরআনিয়া আরাবিয়াসহ গওহরডাঙ্গা কওমি মাদরাসা, ফরিদাবাদ ও বড় কাটারা মাদরাসার প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের সক্রিয় নেতা।

তিনি ১৩০২ বঙ্গাব্দের ২ ফাল্গুন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ঘোপেরডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষগণ প্রায় তিনশো বছর পূর্বে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আগমন করেন।

এটিও পড়ুন: ‘আমরা সব সময় চেয়েছি শেখ হাসিনাকে ইসলামের কাজে লাগাতে’

-আরআর

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ