সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পায়ে হেঁটে ৩ বার হজ পালন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যোগাযোগ ব্যবস্থার উন্নততর এই যুগে এক সৌদি নাগরিক পায়ে হেঁটে হজ করার ইচ্ছা করেছেন। তাও একবার দু’বার নয়, তিনি তিন তিন বার পদব্রজে হজ পালন করেছেন।

তার নাম নাসির জারাল্লাহ আল কাহতানি। বাড়ি রিয়াদের খামিস মুশায়েত এলাকায়। রিয়াদ থেকে মক্কার দূরত্ব প্রায় ৮৭০ কিলোমিটার। ৪৮ বছর বয়সী নাসির কাহতানি পেশায় মুদি দোকানি।

সৌদি নাগরিকদের জন্য প্রতিবছর হজ পালনের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ রয়েছে। এসব কিছু ডিঙিয়ে নাসির কাহতানি মোট ৪ বার হজ পালন করেছেন। তন্মধ্যে ৩ বার পায়ে হেঁটে।

২০১২ সালে স্বাভাবিকভাবে নিজের ফরজ হজ পালন করেন। পরের (২০১৩) বছর তিনি পায়ে হেঁটে হজ করতে যান সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজীজের জন্য। ২০১৪ সালে তিনি পায়ে হেঁটে হজ করেন নিজের মায়ের নামে। পরের (২০১৫) বছর তিনি হজ পালন করেন প্রয়াত সৌদি প্রিন্স নায়িফের জন্য।

এর পর থেকে তিনি অবশ্য পায়ে হেঁটে আর হজ পালনের অনুমতি পাননি। তবে পর পর তিনবার তার পদব্রজে হজ পালন নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। সৌদি আরবের বিভিন্ন সংবাদ মাধ্যমে তার ছবি ও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

দেশে দেশে তারুণ্যের জাগরণ, পিছিয়ে পড়ছে কি কওমি তরুণরা?

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ