শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


কিডনি থেকে ৩ হাজার পাথর অপসারণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেরুদণ্ডের ব্যথা নিয়ে ৫৬ বছর বয়সী এক বৃদ্ধা গত সপ্তাহে যখন চিকিৎসকের কাছে গেলেন তখন তিনি ভাবতেই পারেননি তার কিডনিতে প্রায় তিন হাজার পাথর জমেছে। এমনকি অপসারণের পরও তিনি বিশ্বাস করতে পারছেন না যে, দীর্ঘদিন ধরে কিডনিতে এতো পাথর বয়ে বেড়াচ্ছিলেন তিনি।

জ্বর ও পিঠের ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা আশ্চার্য হয়ে যান। এরপর অপারেশন করে ঝাং নামক ওই বৃদ্ধার কিডনি থেকে পাথরগুলো অপসারণ করা হয়। পরে একজন শিক্ষানবিশ চিকিৎসক প্রায় এক ঘণ্টা ধরে সেগুলো গুণে দেখেন, ২ হাজার ৯৮০টি পাথর রয়েছে।

গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে চীনের জিয়াংসু প্রদেশের চাংঝু এলাকার বুঝিন হাসপাতালে। বৃহস্পতিবার সাংহাইস্ট ডটকমের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গিনেস রেকর্ড অনুযায়ী এর এক ব্যক্তির কিডনি থেকে ১ লাখ ৭২ হাজার ১৫৫টি পাথর অপসারণ করা হয়। ওই রোগীর বাড়ি ছিল ভারতের মহারাষ্ট্রে।

আরও পড়ুন: হে নারী! একটু ভাবুন

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ