শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


ফ্রান্সে সৌদি রাজকুমারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের একটি আদালত সৌদি রাজকুমারী হিসসা বিনতে সালমানের বিরুদ্ধে একজন দিনমজুরকে বডিগার্ড কর্তৃক নির্যাতনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। খবর বিবিসি উর্দু’র।

তিনি সাবেক সৌদি বাদশাহ সালমানের মেয়ে এবং বর্তমান বাদশাহ মুহাম্মদ বিন সালমানের বোন।

ফ্রান্সের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি উর্দু জানিয়েছে,  হিসসা বিনতে সালমান ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন দিনমজুরকে বডিগার্ড দিয়ে আঘাত করেন।

কিন্তু রাজকুমারী অভিযোগ করে বলেন, ওই ব্যক্তি যে ঘরটিতে কাজ করতো তার একটি ছবি বানিয়ে বিক্রি করার পরিকল্পনা করেছিল। এই ঘটনা ২০১৬ সালে ঘটেছে বলে খবরে বলা হয়।

একটি ডেকোরেশন কোম্পানিতে কাজ করা ওই ব্যক্তি বলেন, ঘরের সাজসজ্জা বৃদ্ধি করার জন্য এমন একটি ছবি বানানো জরুরি ছিল।

ব্যক্তিটির অভিযোগ, তাকে কিলঘুষি মারা হয় এবং বেঁধে রাখা হয়। এমনকি রাজকুমারী হিসসার পাও চুম্মন করতে বাধ্য করা হয়।

জানা গেছে, ওই ঘটনার কিছু সময় পর রাজকুমারী হিসসা বিনতে সালমান ফ্রান্স ত্যাগ করেন।

আরও পড়ুন: অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যেই নারীদের স্বাধীনতা দিচ্ছে সরকার: সৌদি রাজকুমারী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ