আওয়ার ইসলাম: রুয়ান্ডার একটি গির্জায় আকস্মাৎ বজ্রপাতে ১৬ জন মারা গেছে। আহত হয়েছেন অন্তত ১৪০ জন।
শনিবার রুয়ান্ডার নিয়ারুগুরুর সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই গির্জায় বজ্রপাত প্রতিরোধ যন্ত্র ছিল না। এ কারণেই ভয়াবহ এ প্রাণহানির ঘটেছে। স্থানীয় প্রায় সব গির্জা একই পরিস্থিতিতে রয়েছে বলেও সংবাদমাধ্যমগুলো বলছে।
এর আগে নীতিমালা না মেনে গির্জা নির্মাণ করায় ৭শ’র বেশি গির্জা বন্ধ করে দেয়া হয় দেশটিতে।
আরও পড়ুন: যে কারণে নওয়াজের কাঁধে জুতার বাড়ি