বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


দেওবন্দে ত্রিবার্ষিক রাবেতায়ে মাদারিস প্রোগ্রাম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বিশ্বখ্যাত দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ত্রিবার্ষিক রাবেতায়ে মাদারিস প্রোগ্রাম আজ অনুষ্ঠিত হচ্ছে।

এতে হিন্দুস্থানের প্রায় ২৮ টি প্রদেশ থেকে ৩ হাজার মাদরাসা অংশ নিয়েছে।

সোমবার সকাল ৮.১৫ মিনিটে পবিত্র কুরআনুল কারিম, তারানায়ে দারুল উলুম এবং দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম নোমানির উদ্ধোধনী বয়ানের মাধ্যমে শুরু হয় সম্মেলন।

উদ্ধোধনী বক্তব্যে মাওলানা আবুল কাসেম নোমানি বলেন, ইসলাম শুরু হয়েছে পরামর্শের মাধ্যমে। যে কোনো কাজ পরামর্শ করে করলে তাতে বরকত লাভ হয়। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

আজকের প্রোগ্রাম মূলত পরামর্শমূলক প্রোগ্রাম। হিন্দুস্থানের মাদরাসাসমূহ আজ দেশীয় অপচক্রান্তের কবলে পড়তে যাচ্ছে। এমতাবস্থায় দীন, ইসলাম, মানুষের ইমান-আকিদা রক্ষা ও ধর্মীয় বিষয়াদীর হেফাজতের নিমিত্তে কিভাবে সামনের পদ্ধতি অবলম্বন করবো। সে বিষয়ে আজকের বৈঠক।

তিনি বলেন, এখানে যারা অংশ নিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আরও পড়ুন: দারুল উলুম দেওবন্দের পাঠ্যসূচি পরিবর্তনে ১২ আলেম-ডক্টরের চিঠি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ