শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই 

মারকাজুল হুফফাজ সম্মাননা পেলেন ৭ লেখক, শিল্পী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: মারকাজুল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে ৮ জন গুণি লেখক, শিল্পীকে সম্মাননা দেয়া হয়েছে। টিকাটুলির মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসা ভবনে আয়োজিত এক সম্মেলনে এ সম্মাননা দেয়া হয়।

লেখালেখি, সঙ্গীত ও হিফজে অনন্য অবদানের জন্য এদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

সম্মাননা পান পীর ইয়েমেনী জামে মসজিদের খতিব মাওলানা ইমরানুল বারী সিরাজী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান, সবার খবর সম্পাদক আবদুল গাফফার, ইনসাফ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, সঙ্গীত শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান, আরজে মামুন চৌধুরী ও হাফেজা আয়েশা সিদ্দিকা সুহাইমা।

রাজধানীর টিকাটুলির হুফফাজুল কুরআন ইন্টারন্যাশনালে সকাল দশটা থেকে শুরু হওয়া এ সম্মান ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল হাফেজ মাওলানা কারি সালামাতুল্লাহ।

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের এমপি বীর মুক্তিযুদ্ধা কাজী ফিরোজ রশীদ ।

মাত্র ছয় বছর আট মাসে হিফজ সম্পন্ন করা আয়েশা সিদ্দিকা সুহাইমাকেও অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয় আদর্শ নারী সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, প্রথম আলোর ধর্মীয় উপদেষ্টা শাইখ উসমান গনী ও হাজি ইঞ্জিনিয়ার মুহসিনকে।

মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল হাফেজদের কল্যাণে নানামুখী কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে শিশুদের কুরআন কারিম শিক্ষা দিয়ে যাচ্ছে। দেশ ও বিদেশে থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছে। ভবিষ্যতে আরও ভালো করতে সবার দোয়া প্রত্যাশা করেছেন এর প্রতিষ্ঠাতা মাওলানা সালামাতুল্লাহ।

নোংরা মাছির বদলে আমরা কেন মৌমাছি হচ্ছি না?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ