সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

যুক্তরাজ্যে কর্মজীবী নারীদের অর্ধেকই যৌন হেনস্তার শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিবিসির এক জরিপে জানা গেছে, যুক্তরাজ্যে কর্মস্থল বা শিক্ষাঙ্গনে নারীর অর্ধেক এবং পুরুষদের এক-পঞ্চমাংশ যৌন হেনস্তার শিকার। খবর এনটিভির

জরিপে বলা হয়, হেনস্তার শিকার নারীদের মধ্যে ৬৩ শতাংশ বলেছেন, তারা বিষয়টি কারো কাছে জানাননি। অন্যদিকে, হেনস্তার শিকার পুরুষদের ৭৯ শতাংশ বিষয়টি গোপন রেখেছেন।

যুক্তরাজ্যে এ জরিপ কাজে দুই হাজারের বেশি লোকের সঙ্গে কথা বলেন সংস্থার কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র প্রযোজক হার্ভি উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যে ওই জরিপ চালায় বিবিসি।

হার্ভির ওই ঘটনার পর থেকে ‘মি টু’ (আমিও) হ্যাশট্যাগ ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্তের নারী-পুরুষরা তাদের যৌন হেনস্তার শিকার হওয়ার গল্প বলেছেন, যাতে এই সমস্যার ব্যাপকতার চিত্র উঠে আসে।

জরিপে অংশগ্রহণকারীদের এক-চতুর্থাংশের বেশি যুক্তরাজ্যের নাগরিক জানিয়েছেন, তারা ঠাট্টাচ্ছলে হেনস্তার শিকার হয়েছেন। অন্যদিকে প্রতি সাতজনের একজন জানিয়েছেন, তারা অস্বস্তিদায়ক স্পর্শের শিকার।

জরিপে আরো জানা যায়, অংশগ্রহণকারী নারীদের ১০ জনের মধ্যে একজনই যৌন হেনস্তার শিকার হয়েছেন।

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক সারাহ কিলকয়েন বিবিসি নিউজকে জানান, তিনি কিশোরী থাকা অবস্থায় এক স্কুলশিক্ষক হেনস্তা করেন। পরে বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপকের কাছে হেনস্তার শিকার হতে হয়েছে তাঁকে।

স্মার্ট নারী বনাম ধার্মিক নারী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ