শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

বিকালে কওমি শিক্ষা বিষয়ক ইউজিসি’র ৯ সদস্যের কমিটির প্রথম বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান
নির্বাহী সম্পাদক

কওমি শিক্ষা কারিকুলাম ও আইনী কাঠামো তৈরির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৬ সদস্যসহ ৯ সদস্য নিয়ে গঠিত কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হবে।

বিকাল ৩ টায় রাজধানীর আগারগাওয়ের ইউজিসির বোর্ডরুমে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে কমিটির সদস্যগণ উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক রিলেশন বিভাগের কর্মকর্তা মো. ইমরান হোসাইন সকালে আওয়ার ইসলামকে বলেন, বিকাল ৩টায় প্রফেসর ড. শাহ নেওয়াজ আলীর নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বৈঠকে উপস্থিত থাকবেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ইমরান হোসাইন বলেছেন, আবদুল মান্নান স্যারের প্রোগ্রাম শিডিউলে এ বৈঠক নেই। তবে বৈঠকে ইফা ডিজি সামীম মোহাম্মদ আফজালসহ অন্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

কওমি মাদরাসা শিক্ষার কারিকুলাম ও আইনী কাঠামো গঠনের জন্য সম্প্রতি ৯ সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। যাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ৬ জন কর্মকর্তা রয়েছেন।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, ইউজিসি থেকে প্রফেসর আবদুল মান্নান (চেয়ারম্যান), প্রফেসর ড. মো. ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজ বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসাইন, প্রফেসর ড. মো. শাহ নেওয়াজ।

ইউজিসির বাইরে থেকে কমিটিতে রয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম মোহাম্মদ আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুর রহমান।

মো. ইমরান হোসাইন বলেন, কমিটির প্রথম বৈঠকে কওমি মাদরাসা শিক্ষার গঠনতন্ত্র ও সিলেবাস বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত সোমবার বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়্যা’র (খসড়া) গঠনতন্ত্র সামীম মোহাম্মদ আফজালের কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে।

‘কওমি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করছি’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ