শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ভারতের বানারসে বরেণ্য আলেমদের এ'তেকাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেছারুদ্দীন বিন মিজান
বানারস, ইন্ডিয়া থেকে

দারুল উলূম দেওবন্দের দীর্ঘদিনের সাবেক প্রধান মুফতী মাওলানা মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর প্রধান খলিফা মাওলানা ইব্রাহিম আফ্রিকীর পৃষ্ঠপোষকতায় ও দারুল উলূম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতী আবুল কাসেম নুমানী’র তত্বাবধানে হযরতের নিজ এলাকা ‘বানারসে’ এবার একসঙ্গে এ'তেকাফ করছেন ভারত, আফ্রিকা ও বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট ও বরেণ্য আলেম৷

দারুল উলূম দেওবন্দের কয়েকজন সিনিয়র উস্তাদ, ভারতের বিভিন্ন প্রদেশের উল্লেখযোগ্য কয়েকটি মাদরাসার মুহতামিম ও মুফতিসহ দেওবন্দের বেশকিছু সংখক শিক্ষার্থী ও মুলাজিম হযরতদ্বয়ের সহচর্যে এ'তেকাফের উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন বানারসে৷ উলামায়ে কেরাম, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মিলে হাজারউর্ধ্ব লোকের সমাগম৷

উল্লেখযোগ্য আলেমদের মধ্যে রয়েছেন, দেওবন্দের মজলিসে শুরার সদস্য মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর খলিফা মাওলানা আহমাদ খানপুরী, বর্তমান নাযেমে তালিমাত ইউসুফ তাওলাভী, সাবেক নাযেমে ইমতেহান মুফতী নাসিম আহমাদ বারাবাঙ্কি, মুফতী মুযাম্মেল বাদায়ুনী প্রমুখ।

এ'তেকাফের পাশাপাশি সাধারণদের জন্য সুন্নত তরিকায় নামাজের প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক তা'লীম ও সুরা কেরাত মশকসহ অন্নন্য এসলাহী কার্যক্রমও পরিচালিত হচ্ছে এখানে৷ প্রতিদিন সকাল ১১ টায় মুফতী ইব্রাহীম আফ্রিকী ও বাদ এশা মুফতী আবুল কাসেম নু'মানী’র এসলাহী বয়ান অনুষ্ঠিত হয়!

উল্লেখ্য, বাংলাদেশ থেকে জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী ও যাত্রাবাড়ী সাইনবোর্ড মাদরাসার মুহাতিমম মুফতি শফিকুল ইসলামের এ’তেকাফের জন্য এখানে আসার কথা রয়েছে।

দেওবন্দের দ্বিতীয় মুহতামিম মাওলানা রফি উদ্দিন রহ.


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ