শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বিএনপি থেকে দুই জমিয়ত পেলো ৪ আসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (দুই অংশ) ৪ টি আসন পেয়েছে। তবে আরও দুটি আসনে যৌথভাবে দলটির দুইজন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন।

জানা যায়, জমিয়তে ওলামায়ে ইসলাম (শায়খ মুমিন) অংশের তিন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এর হলেন,

অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ-৩, মাওলানা উবায়দুল্লাহ ফারুক সিলেট ৫ এবং  মাওলানা মনির হোসেন কাসেমী নারায়ণগঞ্জ- ৪।

শনিবার রাত সোয়া ৯ টায় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা শাহীনুর পাশা চৌধুরী আওয়ার ইসলামকে এ খবর নিশ্চিত করেন।

এদিকে জমিয়তে উলামায়ে ইসলামে অপর অংশের সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ পেয়েছে যশোর-৫ আসন। এ অংশকে ১ টি আসনই দিয়েছে বিএনপি।

জমিয়তে উলামায়ে ইসলাকে ৩ টি আসন দেয়া হলেও দলের প্রতীকে আরও দুজন ধানের শীষের সঙ্গে যৌথভাবে নির্বাচনে অংশ নেবেন।

আসন দুটি হলো, ব্রাহ্মণবাড়িয়া-২ মাওলানা জুনায়েদ আল হাবিব ও নিলফামারী-১ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। তারা খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন।

মাওলানা শাহীনুর পাশা বলেন, এর আগের নির্বাচনে জামায়াতে ইসলামী এভাবে বিএনপির শরীক থেকে ৭ টি আসনে ওপেন নির্বাচন করেছিল।

বিএনপির কাছে ঐক্যফ্রন্ট পেলো ১৯ আসন

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ