শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


বিশ্বজুড়ে কমছে জনসংখ্যা, প্রতি দুজনের মৃত্যুর বিপরীতে জন্ম নিচ্ছে মাত্র একজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিশ্বের বেশ কিছু দেশে বর্তমানে খুব দ্রুত গতিতে কমছে জনসংখ্যা। এমন অনেক দেশ আছে যেখানে প্রতি দুইজন মানুষের মৃত্যুর বিপরীতে জন্ম নিচ্ছে মাত্র একটি শিশু।

২০১৭ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ‘বিশ্বের মোট ৫১টি দেশে ক্রমাগতভাবে জনসংখ্যা কমছে। যাদের মধ্যে অনেক দেশে তো গত কয়েক দশকে জনসংখ্যার হার মোটেও বাড়েনি বরং কমেছে।’

জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের জনসংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে দেখানো হয়, ‘আগামী ২০৫০ সালের মধ্যেই বিশ্বের অনেক দেশের জনসংখ্যা বর্তমানের চেয়ে প্রায় তিন ভাগের এক ভাগে নেমে আসবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে এ জন্মহার না বাড়ায় ইতোমধ্যে জাপান, স্পেন, বুলগেরিয়াসহ ইউরোপের বেশ কিছু দেশের অনেক গ্রাম উজাড় হয়ে গেছে। প্রায় বন্ধ হয়ে গেছে জাপান, বুলগেরিয়া ও স্পেনের অনেক গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার ও যোগাযোগ ব্যবস্থাও।

অসংখ্য বাড়িঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এভাবে আর কিছুদিন চললে একেবারে মানবশূণ্য হয়ে যাবে দেশগুলোর অনেক জনবহুল এলাকা। আর এতে বিলুপ্ত হতে পারে অনেক সভ্যতা। বিবিসি, রয়টার্স, গার্ডিয়ানসহ বিশ্বের অনেক নামকরা সংবাদমাধ্যম ছাড়াও সংশ্লিষ্ট দেশের মিডিয়াতে এ বিষয়ে সরেজমিন অসংখ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

সংবাদে আরও বলা হয়, বুলগেরিয়ায় প্রতি হাজারে মারা যায় অন্তত ১৬ জন আর জন্ম নেয় মাত্র ৯টি শিশু। যদিও এ তথ্য গত বছরের ৩১ ডিসেম্বরের।

এর আগে পর্তুগালে ২০১৮ সালের জানুয়ারি থেকে একই বছরের জুন মাস পর্যন্ত মারা গেছেন কমপক্ষে ৫২ হাজার ৩৬৩ জন। অপরদিকে জন্ম নিয়েছেন মাত্র ৩৪ হাজার ৪৮৩ জন।

তাছাড়া ইতালিতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মারা গেছেন কমপক্ষে এক লাখ ৮৫ হাজার জন। বিপরীতে একই সময়ে জন্ম নিয়েছে মাত্র এক লাখ আট হাজার শিশু।

এর আগে জাতিসংঘের ২০১৭ সালের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত বিশ্বে প্রতিজন নারীর গড়ে ৪ দশমিক ৫ জন সন্তান ছিল। তবে ২০১৫ সালে তা ২ দশমিক ৫ এ নেমে এসেছে।

এ বিষয়ে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে বলা হয়, বিশ্বের জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য প্রতিজন নারীর গড়ে ২ দশমিক ১ জন করে সন্তান থাকা প্রয়োজন।

সেখানে গোটা ইউরোপে এ হার গড়ে মাত্র ১ দশমিক ৫৫। এদিকে দক্ষিণ কোরিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আরও বেশ কিছু জনবহুল দেশে এ হার প্রায় একই।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৭ সাল থেকে ২০৫০ সাল পর্যন্ত যেসব দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি হ্রাস পাবে সেগুলো হল পোল্যান্ড, বুলগেরিয়া, মলডোভা, লাটভিয়া, সার্বিয়া, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, রোমানিয়া, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপগুলো।

তবে দ্রুত গতিতে জনসংখ্যা কমছে জাতিসংঘের এমন দেশের তালিকায় ১১তম স্থানে রয়েছে এশিয়ার দেশ জাপান। এরপরের দেশগুলো হল ক্রমান্বয়ে জর্জিয়া, পর্তুগাল, গ্রিস, বসনিয়া হার্জেগোভিনা, লেবানন, আলবেনিয়া, এস্টোনিয়া, দক্ষিণ কোরিয়া, এবং বেলারুশ।

সূত্র: বিবিসি, সিএনএন ও এনবিসি

তালিবুল ইলমদের উদ্দেশ্যে যা বললেন আল্লামা আহমদ শফী

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ