শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


৮ বছরে ৪৮ টি প্রকল্পে সম্পন্ন মাত্র দুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ মেয়াদে বড় বিনিয়োগ আকর্ষণে সরকারি-বেসরকারি অংশিদারিত্ব-পিপিপির সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ।

সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হওয়াকে এর অন্যমত কারণ বলছেন বিশেষজ্ঞরা। তবে মহাপরিচালকের দাবি, অল্প সময়ের মধ্যেই সুনাম অর্জন করবে পিপিপি।

২০০৯-১০ অর্থবছরে সরকারি-বেসরকারি অংশিদারিত্ব-পিপিপিকে 'নব উদ্যোগ বিনিয়োগ প্রয়াস' নাম দেন অর্থমন্ত্রী।

আশা করেন, এর মাধ্যমে অবকাঠামো উন্নয়নে প্রতি বছর ৩৯ হাজার কোটি টাকা বিনিয়োগ আসবে। যা ব্যবহারের জন্য প্রতি বছর বাজেটে বরাদ্দও দেয়া হয়। কিন্তু কাঙ্খিত অগ্রগতি না হওয়ায় বরাদ্দের অর্থ পুরোপুরি খরচ করা সম্ভব হচ্ছে না।

বর্তমানে পিপিপির মাধ্যমে বাস্তবায়নের জন্য পাইপলাইনে রয়েছে ৪৮টি প্রকল্প। আর আট বছরে শেষ হয়েছে মাত্র দুটি। তবে জোরেশোরেই এগিয়ে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেওয়ের কাজ।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা তৈরি হচ্ছে না।
তবে মহাপরিচালকের দাবি, সরকারের উন্নয়ন লক্ষ্য অর্জনে সময়মতো প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ঝিলমিল, ঢাকা বাইপাসসহ বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি হবে বলেও আশা করেন তিনি।

আরো পড়ুন

তালিবুল ইলমদের উদ্দেশ্যে যা বললেন আল্লামা আহমদ শফী

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর