শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে।

এজন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আইইবিতে জাতীয় পার্টির যৌথ সভায় তিনি নেতাকর্মীদের ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নেয়ার এ নির্দেশ দেন।

তিনি বলেন, ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে কর্মসূচি ঘোষণা করবে জাতীয় পার্টি।

নিজেকে সবচেয়ে বেশি নির্যাতিত নেতা দাবি করে তিনি বলেন, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আমার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে, আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ।

সভায় বক্তব্য দেন দলের কো চেয়ারম্যান রওশন এরশাদ। বলেন, এবারের সংগ্রাম মানুষের ভাগ্যোন্নয়নের সংগ্রাম।

সকালে শুরু হওয়া এ সমাবেশে পার্টির কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায় থেকে কয়েক হাজার নেতাকর্মী যৌথসভায় অংশ নিয়েছেন।

এটাই আমার জীবনের শেষ নির্বাচন : এরশাদ

-আরআর


সম্পর্কিত খবর