শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


হজযাত্রায় প্রতারণা বন্ধে রিপ্লেসমেন্ট চার শতাংশে সীমাবদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  হজযাত্রায় প্রতারণা বন্ধে এবার ৪ শতাংশের বেশি রিপ্লেসমেন্ট দিচ্ছে না ধর্ম মন্ত্রণালয়।

এজেন্সিগুলোর দাবি করেছে ১৫ শতাংশ। নইলে ৮ হাজারের বেশি হজযাত্রীর কোটা খালি থাকার শঙ্কা তাদের, সেই সঙ্গে অবিক্রিত থেকে যাবে উড়োজাহাজের টিকিটও অনেক অনেক বেশি।

হজযাত্রায় এক ব্যক্তির নামে নিবন্ধনের পর তা অন্যকে দেয়ার সুবিধা থাকছে এবারও। তবে এবার সে সুবিধা দেয়া হচ্ছে ৪ শতাংশ, গতবার তা ছিলো ১৫ শতাংশে, আর এভাবে হজে গেছেন প্রায় ১৮ হাজার ব্যক্তি।

তবে নানা নামে নিবন্ধন করে, পরে রিপ্লেসমেন্ট দেখিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠে বেশ কিছু এজেন্সির বিরুদ্ধে। তাই এবার ৪ শতাংশের বেশি রিপ্লেসমেন্ট দিচ্ছে না মন্ত্রণালয়।

আর সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বেশিরভাগ এজেন্সি। তাদের দাবি, মৃত্যু, অসুস্থতাসহ নানা জটিলতায় এবারও হজে যাচ্ছেন না অনেকে।

এরই মধ্যে সৌদি আরবে তাদের জন্য বাড়িভাড়াসহ শেষ হয়েছে সব কাজ। সে কারণেই ১৫ শতাংশের কম রিপ্লেসমেন্ট দিলে ক্ষতির মুখে পড়বেন তারা। পাশাপাশি উড়োজাহাজের টিকিট অবিক্রিত থাকার বড় কারণও রিপ্লেসমেন্ট কমিয়ে দেয়া।

রিপ্লেসমেন্ট চেয়ে এরই মধ্যে ধর্ম মন্ত্রলায়কে চিঠিও দিয়েছে হাব। তবে এই প্রশ্নে কঠোর অবস্থানে ধর্ম মন্ত্রণালয়। সচিব বলছেন, রিপ্লেসমেন্ট না বাড়ালে সর্বোচ্চ দুই হাজার হজযাত্রীর কোটা খালি থাকবে, তবে বন্ধ হবে প্রতারণা।

এছাড়া, এবছর যে ৪ শতাংশ রিপ্লেসমেন্টের সুবিধা রাখা হয়েছিলো তা এরই মধ্যে পূরণ হয়ে গেছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি


সম্পর্কিত খবর