শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


লিবিয়ার নৌবাহিনীর সহযোগিতায় ১০৪ শরণার্থী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  লিবিয়ার নৌবাহিনীর সদস্যরা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার হাত থেকে বিভিন্ন দেশের ১০৪ জন শরণার্থীকে উদ্ধার করেছে বলে খবর দিয়েছে মিডিলিস্ট মনিটর।

মিশর, মরক্কো, সুদান ও তিউনিশিয়াসহ অন্যান্য দেশের ৯১ জন পুরুষ এবং ১৩ জন নারীকে ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে শুক্রবার লিবিয়ার নৌবাহিনীর সদস্যরা।

উদ্ধার করার পর শরণার্থীদের সেদেশের রাজধানী ত্রিপোলির পূর্বে অবস্থিত আল-খামস শহরে স্থানান্তর করা হয়েছে।

খবরে বল হয় শরণার্থীগণ একটি রাবারের নৌকায় উঠে অবৈধভাবে ভূমধ্যসাগরে প্রবেশ করে। লিবিয়ার নৌবাহিনী অন্তর্গত কোস্টগার্ড প্যাট্রোল তাদেরকে সনাক্ত করে আল-খামস শহরে স্থানান্তর করে।

উল্লেখ্য, বর্তমানে লিবিয়ায় কোন শক্তিশালী সরকার না থাকায় সেদেশটি ইউরোপের দেশগুলিতে আফ্রিকার অবৈধ অভিবাসীদের অতিক্রম করার একটি কেন্দ্রবৃন্দুতে পরিণত হয়েছে।

সূত্র: মিডিলিস্ট মনিটর

অারও পড়ুন –

ক্রাউন প্রিন্স সম্পর্কে মন্তব্য করায় গ্রেফতার আরেক সৌদি আলেম
ইসরায়েলি সেনাকে অভিশাপ দেয়া এক বৃদ্ধর ছবি ভাইরাল
দ্রুত বিয়ে করতে যে আমলটি করবেন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ