আওয়ার ইসলাম : আসন্ন ঈদুল ফেতরে ঘরমুখো মানুষেরা ৩০ মে থেকে বেসরকারি পরিবহনের অগ্রিম টিকিট কাটতে পারবেন।।
বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সমিতির চেয়ারম্যান ফারুক তালুকদার সোহেল পূর্বপশ্চিমকে জানান।
এছাড়াও বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট ছাড়া হবে আগামী ১ জুন থেকে।
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে কয়েক লাখ মানুষ প্রতিবছর গ্রামে যান। কিন্তু, পথে সৃষ্ট যানজট তাঁদের ভ্রমণের সেই আনন্দকে বিষাদে পরিণত করে। এছাড়াও, রয়েছে টিকিটের বাড়তি দাম এবং বাস-ট্রেনের দেরিতে ছাড়ার ভোগান্তি।
আরও পড়ুন : ট্রেনের আগাম টিকিট পাওয়া যাবে ১ জুন থেকে