শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


‘নারীদের সচেতন করা গেলে দুর্নীতি অনেকাংশে কমবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাজে নারীদের সচেতন করা গেলে দুর্নীতি অনেকাংশে কমে আসতে পারে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, অনেকে আছেন, যারা বউয়ের ভয়ে দুর্নীতি করেন না। তাই নারীদের সচেতন করা উচিত।

আজ রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

সাবেক এক সহকর্মীর উদাহরণ দিয়ে তিনি বলেন, স্ত্রীর বাধার কারণে ওই সহকর্মীর ঘুষের টাকা বেহাত হয়ে গিয়েছিল।

নারীদের অসচেতনতার কারণে আজ অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। অথচ অনেক ক্ষেত্রে ওই অবৈধ কাজের ফল ভোগ করতে হচ্ছে নারীকেই।

তিনি বলেন, স্বামীর অবৈধ আয়ে স্ত্রীর নামে সম্পদ অর্জনসংক্রান্ত ৯০ শতাংশ মামলায় স্ত্রী এ সম্পর্কে কিছুই জানেন না। অথচ আইনে ওই কিছুই না-জানা নারীকেই আসামি করা হচ্ছে।

সভায় দুদকের বিভিন্ন পরিসংখ্যান নিয়ে টিআইবির করা একটি কার্যপত্র উপস্থাপন করেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার শাম্মী লায়লা ইসলাম।

গরিবের সুন্দরী বউ!

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ