শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


সারাদেশে পালিত হলো ব্ল্যাক-আউট কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণ করে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি পালিত হয়েছে।

সরকারি আদেশের অংশ রোববার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করা হয়।

ঢাকার অধিকাংশ এলাকায় এ কর্মসূচির সমর্থন জানিয়ে বাতি বন্ধ রাখা হয়।

গত ১১ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য এক মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার জন্য সব মন্ত্রণালয়, বিভাগে চিঠিও পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

১৯৭১ সালের এ রাতে ঘুমন্ত, নিরস্ত্র, নিরীহ বাঙালিদের ওপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি শাসকগোষ্ঠী। সেই রাতকে স্মরণ করতেই সরকারের পক্ষ থেকে ব্ল্যাক-আউটের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সেই ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ