সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


মিডিয়া পালা আর হাতি পালা সমান: জহির উদ্দিন বাবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ২১ ডিসেম্বর “মানবতার নবী হজরত মুহাম্মদ সা.। রোহিঙ্গা সঙ্কট: সঙ্কটে বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ আলোচকের বক্তব্যে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর বলেন, একটি ক্রিয়েটিভ আয়োজন উপহার দেওয়ার জন্য আওয়ার ইসলামকে ধন্যবাদ। দেড় বছর হয় আওয়ার ইসলাম পথচলা শুরু করেছে। মাত্র এ অল্প সময়ে এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান উপহার দেওয়া সহজ কথা নয়।

বর্তমানে একটি মিডিয়া চালানো খুব কঠিন। বলা হয়ে থাকে ‘মিডিয়া পালা আর হাতি পালা নাকি সমান’।

আওয়ার ইসলাম মিডিয়া জগতের এ কণ্টকাকীর্ণ দেড় বছরের পথ পাড়ি দিতে সক্ষম হয়েছে বলে তাদের ধন্যবাদ।

তাদের এ পথচলায় ছিল ক্রিয়েটিভ ও প্রশংসনীয় কিছু কাজ। যার ফলে তারা মানুষের মনের ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।

আওয়ার ইসলাম তাদের পথচলা আরও নির্ভিক, সাহসী ও উদ্দমী হবে বলে আমি আশা করছি।

‘আরাকানিরা আমাদের মেহমান, রোহিঙ্গা শব্দকে গালি বানাবেন না’

রোহিঙ্গা শিবিরে কাজ করা আলেমদের সরকারি স্বীকৃতি দেয়া হোক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ