শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৫ মাঘ ১৪৩১ ।। ৯ শাবান ১৪৪৬

শিরোনাম :
আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জুলাই গণ-অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয়: মুফতি ফয়জুল করীম ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা বাতিল শেখ হাসিনা দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন: প্রধান উপদেষ্টা বাকৃবির বঙ্গবন্ধু হলের নাম ‘মাওলানা ভাসানী’ রাখলেন শিক্ষার্থীরা ‘পরাধীনতার কারণেই বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে’ ‘ফ্যাসিবাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না’ হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা কমিটি গঠন নারায়ণগঞ্জ জেলায় এডুকেশন গাইডলাইন মজলিস অনুষ্ঠিত  সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে: নেতানিয়াহু

আল্লামা আহমদ শফী সুস্থ আছেন, গুজব না ছড়াতে মুফতি ফয়জুল্লাহর আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী স্বাস্থ্যের উন্নতি ঘটেছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ।

তিনি বলেন, উম্মাহর রাহবার আল্লামা আহমদ শফী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। জাতির এ রাহবারকে নিয়ে উৎকণ্ঠায় রয়েছে দেশ-বিদেশের অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে এক চক্র উদ্দেশ্য প্রণোদিত হয়ে গুজব ছড়াচ্ছেন।’

তিনি বিনীতভাবে অনুরোদ করেন করেন যেনো কেউ গুজব না চড়ান এবং ভিত্তিহীন সংবাদ প্রচার না করেন।

দেশের নানা প্রান্ত থেকে আল্লামা আহমদ শফীর মৃত্যু করেছেন এমন গুজব না ছড়ানোরও আহ্বান জানান তিনি।

উন্নত চিকিৎসার জন্য ৭ জুন আল্লামা আহমদ শফীকে রাজধানীর গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে ভর্তি  করা হয়। সেখানে তিনি ডা. এআর নূরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সকাল থেকেই হাসপাতালে আল্লামা আহমদ শফীকে এক নজর দেখার জন্য ভিড় করছেন আলেম ওলামা। দলবলে বিভিন্ন জায়গা থেকে এসে হুজুরের জন্য দোয়া করছেন।

সন্ধ্যায় হাসপাতালে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মাওলানা ওয়ালী উল্লাহ আরমান। আওয়ার ইসলামকে তিনি বলেন, হুজুর সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের মাথার তাজ। তার অসুস্থতা আমাদের জন্য দু:খের। তাই একনজর দেখার জন্য ছুটে এসেছি।

সন্ধ্যায় হাসপাতালে উপস্থিত হন ঢাকার মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল খ্যাতিমান ওয়ায়েজ  মাওলানা হাবিবুর রহমান মিছবাহ। তিনি দেশবাসীর কাছে হুজুরের জন্য দোয়া চেয়ে বলেন, হুজুরের ছবিসহ ফেসবুকে পোস্ট আপলোড করা থেকে বিরত থাকুন। আর ফেসবুকে এবং ফোনে ফোনে অনেকেই তার মৃত্যুর গুজব ছড়াচ্ছেন। কোনো কিছু নিশ্চিত না হয়ে সংবাদ প্রচার করা মারাত্মক অন্যায়। এর থেকে বিরত থাকুন।

হাসপাতালে উপস্থিত সায়েন্সল্যাব জামে মসজিদের খতীব মাওলানা শামসুদ্দোহা আশরাফী বেদনাহত কণ্ঠে আওয়ার ইসলামকে বলেন, হুজুরের সুস্থতার জন্য আমরা এখন শুধুই দোয়া করবো। আল্লাহ যেন হজরতকে দ্রুত সুস্থ করে দেন।

আল্লামা আহমদ শফীর রোগ মুক্তি কামনা; মন্ত্রীসভা থেকে বামদের অপসারণ দাবি

আল্লামা আহমদ শফীকে দেখতে হাসপাতালে গেলেন এরশাদ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ