মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


ধর্মের সাথে মঙ্গল শোভাযাত্রার কোনো সম্পর্ক নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার


আওয়ার ইসলাম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।  মঙ্গল শোভাযাত্রা আমাদের  দেশের সংস্কৃতির প্রতিফলন। তিনি এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানান।

আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরসিংদী জেলা পরিষদের চেয়্যারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, বাংলা নববর্ষের শুরু সেই মুঘল আমল থেকে। তখন তো আর টাকা পয়সা ছিলো না, ফলে পণ্য বিনিময় হতো। বাংলা নববর্ষের সঙ্গে ধর্মীয় কোনো বিষয় নেই।এটা বরং আমাদের দেশের সংস্কৃতির প্রতিফলন। এসব নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।

এ সময় সবাইকে পয়লা বৈশাখে ইলিশ না খাওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশাখের সঙ্গে ইলিশের কী সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। এদিন অন্য কিছু খাবেন। চাইলে পান্তাভাত খাবেন, মরিচ পোড়া, বিভিন্ন ভর্তা আর ডিম ভাজা দিয়ে খাবেন। ইলিশ মাছ এদিনে কেন খেতেই হবে? দরকার হলে মরিচ পোড়া, ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবেন। সেটাও তো মজার খাবার।

 -এআরকে

মঙ্গল শোভাযাত্রাকে সার্বজনীন করার সুযোগ নেই: অধ্যাপক মাহবুব

স্বীকৃতি কাজের জন্য ৩২ সদস্যের কমিটি গঠন


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ