শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


মিয়ানমার দূতাবাসে আল্লামা কাসেমীসহ ৬ সদস্যের টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hefajot-120161201131721আওয়ার ইসলাম: পুলিশি বাধায় রোহিঙ্গা মুসলমানদের হত্যা-নির্যাতন বন্ধের দাবিতে হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিত ঢাকায় মায়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচিটি পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল নিয়ে রওনা হলে মিছিলটি পুলিশি বাধার সম্মুক্ষীণ হয়।

পরে পুলিশের সঙ্গে সমঝোতা করে পুলিশি তত্ত্বাবধানে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমীর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে মায়ানমার দূতাবাসের উদ্দেশে রওনা দেন।

এর আগে সকাল ১০টায় বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে হেফাজত।

সমাবেশে আল্লামা নূর হোসেন কাসেমী অনতিবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের খুন-নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

শুরু হলো সিরাতুন্নবী সা. কুইজ, প্রতিদিন জিতুন ৩০০ টাকার বই

এ ছাড়া রোহিঙ্গাদের খুন নির্যাতন বন্ধ না করা হলে মায়ানমার অভিমুখে লংমার্চের জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে হেফাজত। এছাড়াও বাংলাদেশ সরকারের কাছে রোহিঙ্গাদের আত্মরক্ষার সুযোগ দিতে সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে মিছিল নিয়ে রওনা হতেই ‘আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ তাদের আটকে দেয় পুলিশ।

আরআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ