সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬


ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর কথা ভাবছে নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কিছুটা কম রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের ফল পাঠানোর সময় গতি স্বাভাবিক থাকবে।

আজ বুধবার নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ইলেকশন ম্যানেজমেন্ট সিসটেম, ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে এক প্রশিক্ষণে একথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ।

হেলালুদ্দীন আহমেদ বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা বলেছেন, ভোটের দিন ইন্টারনেটের গতি কমিয়ে দিতে হবে।

অনুষ্ঠানে ইটিআই-এর পরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

গণনাকারীদের ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়, সতর্ক করলেন সিইসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ