শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

দারুল উলুম দেওবন্দে শিক্ষকদের বেতন বাড়ানোর উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহিদ আদনান
ভারত থেকে

সম্প্রতি বিশ্বের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দে অনুষ্ঠিত হলো মজলিসে শুরার বৈঠক৷ বৈঠকে প্রতিষ্ঠানের শিক্ষকসহ অন্যান্য স্টাফদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বাড়ানো হয়েছে প্রতিষ্ঠানটির বাৎসরিক বাজেট৷

দুই দিনব্যাপী উক্ত বৈঠক গত রোববার সকাল নয়টায় শুরু হয়ে চলে গতকাল গভীর রাত পর্যন্ত৷ বৈঠক অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির মেহমান খানার নির্ধারিত কক্ষে৷

বৈঠকে অংশগ্রহণ করেন মজলিসে শুরার অধিকাংশ সদস্যই৷ বৈঠকে কয়েকটি খাতে পাশ করা হয়েছে নতুন নতুন প্রস্তাব৷

মিল্লাত টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, প্রথম দিন বৈঠকে শিক্ষা ও উন্নয়ন খাত নিয়ে আলোচনা হলেও দ্বিতীয় দিন আলোচনার বিষয় ছিলো প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের বেতন বৃদ্ধি৷ এরপর পর্যায়ক্রমে বেতন বৃদ্ধির সিদ্ধান্তও হয়ে যায় মজলিসে শুরার বৈঠকে৷

জানা যায়, শিক্ষকদের বেতন আগামী বছর থেকে ৪ হাজার করে, অফিস সহকারীদের ৩ হাজার করে এবং অন্যান্য যেসব শ্রমিক রয়েছেন তাদের ২ হাজার করে বাড়বে।

সূত্র মতে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত মজলিসে আমেলা ছাড়াও একটি খাছ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে ভারতের বর্তমান প্রতিকূল পরিস্থিত ও প্রতিষ্ঠানের বাজেট বৃদ্ধি নিয়ে আলোচনা হয় বিশেষভাবে৷

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

বাজেট বৃদ্ধির বিষয়ে এখনো পরিষ্কার জানা সম্ভব হয়নি যে পূর্বের নির্ধারিত বাজেটের সাথে অতিরিক্ত কতটুকু পর্যন্ত বাজেট বৃদ্ধি করা হয়েছে৷ তবে ধারণা করা হচ্ছে অন্যান্য বছরের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই বাজেট বৃদ্ধি করা হয়েছে৷

অন্যান্য বছরগুলোতে সাধারণত পূর্বের বছরের তুলনায় প্রায় দেড় কোটি টাকার বাজেট বৃদ্ধি করা হতো৷ ধারণা করা হচ্ছে এবার প্রায় দুই কোটি টাকার বাজেট বৃদ্ধি পেয়ে থাকবে প্রতিষ্ঠানটির৷

মজলিসে শুরায় সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য যারা অংশ গ্রহণ করেছেন তারা হলেন, মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী, শাইখুল হাদীস মুফতি সাঈদ আহমাদ পালনপুরী, মাওলানা ইব্রাহিম, মাওলানা হাকীম কালীমুল্লাহ, মাওলানা রহমাতুল্লাহ কাশ্মীরী, মুফতি আহমেদ খানপুরী, মাওলানা আনওয়ারুর রহমান, মুফতি আহমেদ খানপুরী, মাস্টার আনজার হোসেন মিয়া দেওবন্দী, মাওলানা মাহমুদ রাজস্থানী, মুফতি নিজামুদ্দীন গুজরাতী, মাওলানা আব্দুল সামাদ প্রমুখ।

সরকারি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপমুক্ত কওমি স্বীকৃতি বিরল ঘটনা: মুফতি ওয়াক্কাস

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ