বুধবার, ০১ মে ২০২৪ ।। ১৮ বৈশাখ ১৪৩১ ।। ২২ শাওয়াল ১৪৪৫


এখন থেকে মিরপুর মারকাজ আলেমরা চালাবেন: ইলিয়াস মোল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ, মাহমুদ হাসান: সর্বদা অা‌লেম‌দের পা‌শে থাকার অ‌ঙ্গীকার ক‌রে‌ ঢাকা ১৬ আসনের (মিরপুর) এমপি ইলিয়াস মোল্লাহ বলেছেন, আমরা আলেমদের সাথে আছি, থাকবো।

তিনি বলেন, মিরপু‌রে অা‌লেম‌দের কথা অনুযায়ী তাবলিগের কাজ চল‌বে। সরকারও অা‌লেম‌দের সা‌থেই আছেন ও থাকবেন।

তাবলিগ জামাতে চলমান পরিস্থিতির অবস্থান স্পষ্ট করার লক্ষ্যে রাজধানীর মিরপুরে ১২ নাম্বার হারুন মোল্লাহ ঈদগাহ মাঠে সকাল ৮টা থেকে শুরু হওয়া ওয়াজাগাতী জোড়ে তিনি এ কথা বলেন।

ইলিয়াস মোল্লাহ বলেন, আমি আমার জীবনে এই প্রথম এত আলেম বুযুর্গের সামনে কথা বলছি। এটা আমার সৌভাগ্য। আল্লাহর কাছে এজন্য হাজার হাজার শুকরিয়া। আমি সবসময় আলেমদের সঙ্গে থাকার চেষ্টা করি।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

তিনি বলেন, আমরা সবসময় চাই শান্তির পক্ষে। (তাবলিগ) কাকরাইল মস‌জিদকে দুই ভাগ করতে দেওয়া যাবে না, ইজতেমাও দুই ভাগ হবে না।  এসময় তিনি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণকারীদের কঠোর হুঁশিয়ারি দেন।

ইসলাম বহির্ভূত কাজ না করার অঙ্গীকার করে তিনি বলেন, আমি ইসলামের বাইরে যাব না, কুরআন ও রাসুলের বাইরে কোনো কাজ করব না।

তিনি অাগামী বৃহস্প‌তিবার থে‌কে অা‌লেম‌দের মিরপু‌রের মারকা‌জে থাকার ঘোষণা দিয়ে বলেন, মিরপু‌র ৬ নাম্বার শবগুজারী মস‌জিদ বৃহস্পতিবার থেকে  আলেমরা চালাবেন।

আরও পড়ুন

মিরপুরে চলছে ওয়াজাহাতি জোড়; বয়ান করছেন আলেমগণ
আমি ওয়াসিফ সাহেবকে অা‌লেম‌দের সা‌থে বসার অনু‌রোধ ক‌রছি: এমপি আসলাম
সাদ সাহেবের অনুসারীরা ব্যক্তিপূজা করছেন: আল্লামা জুনায়েদ বাবুনগরী

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ