আওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের করা আরও একটি মানহানির মামলাতে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে গতাকল একই অভিযোগে দায়ের করা নড়াইলের আরেকটি মামলায় খালেদার ছয় মাসের জামিন দেন আদালত।
এ মামলায় জামিন চেয়ে গতকাল আবেদন করা হয়েছিল। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদার ছয় মাসের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৭ আগস্ট ঢাকার একটি আদালত এই মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন। এরপরই তারা হাইকোর্টে আসেন।
ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন
প্রসঙ্গত, গতকাল (১৩ আগস্ট) একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বির্তকিত বক্তব্য দেয়ার অভিযোগে নড়াইলে করা মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয়মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
তবে এ দুটি মামলাতে জামিনও পেলেও অন্য মামলায় গ্রেফতার থাকার কারণে এখনই কারাগার থেকে মুক্ত হতে পারছেন না খালেদা জিয়া।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জানুয়ারি এ বি সিদ্দিকী মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
আরও পড়ুন: ‘খালেদাকে জেলে নেয়ার দিন সরকার যতটা ভয়ে ছিল এখন সে ভয় আরও বেশি’
আরএম/