শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


১৫ আগস্টে ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে সারাদেশের বিভিন্ন স্থানে ৭১ হাজার ১৯ টি স্থানে আলোচনা সভা, কুরআনখানি ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৭ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ এতে অংশ নেবেন। খবর বাসস’র

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সকাল সাড়ে ৮ টায় রাজধানীর বনানী কবরস্থানে কুরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এরপর সকাল সাড়ে ৯ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কুরআনখানি শুরু হয়ে সকাল ১০ টায় মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হবে। মুনাজাত পরিচালনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

এছাড়াও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’ এবং ‘ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল ১৫ আগস্ট সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম কার্যালয়, ৬৪টি বিভাগীয়/জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ইসলামিক মিশনের ৪৪৯টি মক্তব ও ১৯টি ইবতেদায়ী মাদ্রাসা, ইমাম প্রশিক্ষণ একাডেমীর ৭টি কেন্দ্র, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ৫৫০টি উপজেলা/জোনের মডেল রিসোর্স সেন্টার, ১৫০০টি সাধারণ রিসোর্স সেন্টার, ৬৭ হাজার ৩৬৮টি গণশিক্ষা কেন্দ্র এবং ১০ হাজার ১০টি দারুল আরকমা ইবতেদায়ী মাদ্রাসাসহ সারাদেশে ৭১ হাজার ১৯টি স্থানে ১৫ আগস্ট সূর্র্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা, হামদ নাত, মিলাদ মাহফিল, দোয়া, তবারক বিতরণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে কুরআনখানি, মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত প্রকাশনা মাসিক ‘অগ্রপথিক’ ও ‘সবুজপাতা’ পত্রিকায় জাতীয় শোক দিবস বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে।

ইসলামিক মিশন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকগণের মাধ্যমে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর চত্বরে ১৫ আগস্ট সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধপত্র প্রদান করা হবে।

উপজেলা ও জেলা ও পর্যায়ে হিফযুল কুরআন ও জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া স্বরচিত হামদ-নাত, ছবি অংকন, ক্বিরাত প্রতিযোগিতা ও গজল প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এদিকে ১৭ আগস্ট শুক্রবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ দেশের সকল মসজিদে বাদ জুম’আ বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে। বাসস।

অারও পড়ুন: মুসলিম হওয়ায় বাসা ভাড়া পাচ্ছেন না ভারতীয় তরুণী

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী

আরএম/

AddThis Sharing Buttons


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ