শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


সড়কে আজ প্রাণ হারাল আরও ২ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে একদিকে চলছে আন্দোলন। আরেকদিকে সড়কে মানুষ হারাচ্ছেন প্রাণ। গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এ চিত্র। আজও এর ব্যতিক্রম হলো না।

শনিবার (৪ আগস্ট) নরসিংদী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

নরসিংদীতে দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। অন্যদিকে গাজীপুরে ঘাতক কাভার্ড ভ্যানটি জ্বালিয়ে দেয়া হয়েছে।

জানা যায়, নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মো. আবদুল্লাহ (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। সে ভৈরবের হাজী আসমত আলী কলেজের ২য় বর্ষের ছাত্র এবং রায়পুরা উপজেলার মাহমুদাবাদ ঝাড়তলা এলাকার মো: শাহজাহানের পুত্র।

শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নীলকুটি এলাকায় একটি লেগুনা ওই কলেজ ছাত্রকে লেগুনা চাপা দিয়ে হত্যা করে।

এদিকে গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় একাদশ শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গীর বড় বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফাতেমা আক্তার মিম (১৮)। সে শফিউদ্দিন সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা যায়, টঙ্গীর কলেজ গেট থেকে বড় বাড়ি বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সারা দেশে ট্রাফিক সপ্তাহ’র ঘোষণা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব আলেম

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ