আওয়ার ইসলাম: একটি কবিতা লেখার অপরাধে ফিলিস্তিনের এক নারী কবিকে পাঁচ বছর জেল দিয়েছে ইসরাইলের একটি আদালত। ওই কবির নাম দারাইন ততুর।
৩৬ বছর বয়সী ওই কবি “কউম ইয়া শায়বি কউম” শিরোনামে একটি কবিতা লিখে তার ফেইসবুক পেইজে পোস্ট করেছিলেন। আর এতেই আদালত তার বিরুদ্ধে পাঁচ বছরের জেল দিয়ে দিলেন।
আদালত তার বক্তব্যে বলেছেন, দারাইন ততুর উক্ত কবিতা লিখে জনগণকে সহিংসতায় উৎসাহিত করেছেন। তাই তিনি এই শাস্তি পাওয়ার যোগ্য।
অন্যদিকে দারাইন ততুর তার প্রতিক্রিয়ায় বলেছেন, আমি যখন গ্রেফতার হই তখনই ভেবে নিয়েছিলাম এরকম কিছু একটা হতে পারে। আমি আশ্চর্য হইনি। কারণ আমি জানি ইসরাইলি বিচারকরা ন্যায় বিচারের সংঙ্ঘাই জানে না। তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছুর আশা করা যায় না। সূত্র: আল আরাবি আল জাদিদ।
আরও পড়ুন : যে কবিতা পড়ে জেলে গিয়েছিলেন এরদোগান
আরএম/