বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ।। ১৯ বৈশাখ ১৪৩১ ।। ২৩ শাওয়াল ১৪৪৫


অবশেষে মুক্তি পাচ্ছে ফিলিস্তিনি বীর কন্যা আহেদ তামিমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আলোচিত সতেরো বছরের ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমি ইসরায়েলি সেনাকে চড় মারার অপরাধে ৮ মাসের কারাদণ্ড দিয়েছিল দেশটির সামরিক আদালত। অবশেষে আগামী রোববার মুক্তি পেতে যাচ্ছে। ১৭ বছর বয়সী এ তরুণীর বাবার বরাতে আনাদোলু সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

আহেদের বাবা বাসেম আল তামিমি বলেন, তার মেয়ে ১৯ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে।

রামাল্লায় গত ২০ ডিসেম্বর তার বাড়িতে দুই ইসরায়েলে সেনা চড়াও হলে তামিমির সঙ্গে তাদের বিতর্ক বাঁধে এবং এক পর্যায়ে এক ইসরায়েলি সেনাকে চড় মারেন ফিলিস্তিনি কিশোরী। এরপর তাকে গ্রেফতার করা হয়।

তামিমির ইসরায়েলি সেনাকে চড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর সে সারাবিশ্বে ফিলিস্তিনি প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন।

ইসরায়েলি সেনাকে চড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপ করার বিষয়টি অপরাধ হিসেবে বিবেচনা করেছে আদালত।

তামিমির বিচার হয়েছে গোপন আদালতে। তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনে ইসরায়েলের সামরিক আদালত। ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ তার মধ্যে একটি।

বিচারের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে ১৭ বছরের এ সাহসী কিশোরী বলেছিল, আমিই হানাদার সেনাদের চড়িয়েছি, লাথি দিয়েছি। তখন সে জানায়, অবৈধ দখলদারদের অধীনে কোনো ন্যায়বিচার হতে পারে না।

এর পর ইসরাইলি আদালত আহেদকে আট মাসের কারাদণ্ড ও ১৪০০ ডলার জরিমানা করেছিল।

ইসরাইলি আইনজীবী লাস্কি আইনি প্রক্রিয়াকে প্রহসন আখ্যা দিয়ে জানিয়েছিল, আহেদের মতো অন্য ফিলিস্তিনি তরুণদের প্রতিবাদ ও প্রতিরোধ থেকে দূরে রাখতেই তাকে এমন শাস্তি দেয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও পড়ুন: ইসরাইলের কারাগারে বন্দী কে এই ফিলিস্তিনি কিশোরী?

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ