শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বাবরি মসজিদ ইস্যুতে মোদির সমালোচনায় ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের বাবরি মসজিদ ইস্যুতে এখনো চূড়ান্ত রায় দেয়নি ভারতের সুপ্রিম কোর্ট। তার আগেই বিজেপির নেতা ও মন্ত্রীরা রাম মন্দির নির্মাণ করা হবে বলে মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। শনিবার এই ইস্যুতে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

ওয়াইসি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের কাছে জানতে চাই যে তারা কি দেশের কাছে কিছু গোপন করে যাচ্ছেন? তারা কি ধরেই নিয়েছে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবে? তাছাড়া রায়টা দেবে কে? সুপ্রিম কোর্ট নাকি প্রধানমন্ত্রী মোদি বা অমিত শাহ?’’

এ দিকে ওয়াইসির এই মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন, ওয়াইসির বিজেপি ও অমিত শাহকে নিয়ে সমস্যা আছে।

উল্লেখ্য শুক্রবারই হায়দরাবাদের এক জনসভায় অমিত শাহ বলেছিলেন, ‘২০১৯ এর লোকসভা ভোটের আগে রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা হবে’ বিজেপির সর্বভারতীয় সভাপতির ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ দিন এমন মন্তব্য করেন ওয়াইসি। সূত্র: কলকাতা ২৪।

আরও পড়ুন : বাবরি মসজিদ নিয়ে শিয়াদের চাঞ্চল্যকর বক্তব্য!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ