শুক্রবার, ০৩ মে ২০২৪ ।। ২০ বৈশাখ ১৪৩১ ।। ২৪ শাওয়াল ১৪৪৫


নির্বাচনের আগে কর্মপন্থা ঠিক করতে যাচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত কর্মপন্থা ঠিক করতে যাচ্ছে বিএনপি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে কী করা উচিত; খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকার আন্দোলনের ধরন ও চূড়ান্ত আন্দোলন কবে থেকে শুরু করা উচিত; খুলনা ও গাজীপুর নির্বাচনে দলের দুর্বলতা কোথায় ছিল; আসন্ন বরিশাল, রাজশাহী ও সিলেট এই তিন সিটি নির্বাচনের কৌশল কী হওয়া উচিত দলের পুনর্গঠনসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্তে আসতে চায় বিএনপি।

দলীয় সূত্রে জানা যায়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুত্বপূর্ণ এসব বিষয়ে দলের বিভিন্ন স্তরের নেতাদের পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক মতামতও নেবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

এরই অংশ হিসেবে আজ শনিবার দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তারা।

’তিন সিটির নির্বাচন দেখে জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নেবে বিএনপি’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ