আওয়ার ইসলাম: নাশকতার অভিযোগে কুমিল্লার এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বিষয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল।
খালেদা জিয়ার এ জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি শেষ হয় আজ।
এসময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ বিষয়টির সিদ্ধান্ত জানানোর জন্য মঙ্গলবার নির্ধারণ করেন।
একই জেলায় দায়ের করা বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকবে কিনা, সে সিদ্ধান্ত জানা যাবে আগামী ২ জুলাই।
এ জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের ওপর শুনানি শেষে গতকাল রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ ওই দিন ধার্য করেন।
‘সেনা পরিবারের সদস্য হিসেবে খালেদা সিএমএইচ-এ চিকিৎসা নিতে পারেন’
-আরআর