শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


সৌদিসহ ৪ দেশের পণ্য নিষিদ্ধ করলো কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিসরের পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে কাতার। দেশটিতে  সৌদি জোটে অন্তর্ভুক্ত দেশগুলোর কোনো পণ্য কাতারে রপ্তানি করা যাবে না। খবর সিএনএন

গতবছর কাতারের ওপর সৌদি জোট অবরোধ আরোপ করে। সেটি এখনো অব্যাহত রয়েছে।  এক বছরের মাথায় এসে কাতার এমন সিদ্ধান্ত নিল।

দেশটি সব দোকানপাট থেকে সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিসরের পণ্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

কাতারের অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় সংশ্লিষ্ট তদারককারী কর্তৃপক্ষকে বলা হয়েছে, এখন থেকে তদারককারীরা দোকানপাট পরিদর্শন করে দেখবেন-ওই চারটি দেশের কোনো পণ্য রয়েছে কিনা।

উল্লেখ্য, গত বছরের ৫ জুন সৌদি জোটভুক্ত চারটি দেশ কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে। কাতারের সঙ্গে একমাত্র স্থল সীমান্ত বন্ধ করে দেয় সৌদি আরব।

অবরোধের পাশাপাশি কাতারের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি জোট। এর ফলে, কুয়েত, ওমান হয়ে তুরস্ক ও ইরান থেকে পণ্য আমদানি করতে হয় কাতারকে। এই সংকট দূর করতে কাতারের পাশে এসে দাঁড়ায় তুরস্ক ও ইরান।

কাতারে সামরিক বাহিনীদের জন্য কুরআন প্রতিযোগিতা

-আরআর


সম্পর্কিত খবর