আবদুল্লাহ তামিম: মিশরে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব এক মাসের জন্য ব্লক করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শীর্ষ প্রশাসনিক আদালত।
হযরত মুহাম্মদ সা. কে বিতর্কিত একটি চলচ্চিত্র শেয়ারিং নিয়ে দীর্ঘ আপিল প্রক্রিয়া শেষে শনিবার এই রায় দেয়া হয় বলে দেশটির একজন বিচার বিভাগীয় কর্মকর্তা জানান।
ভিডিও শেয়ারিং এই সাইটটিতে ‘ইনোসেন্স মুসলিম’ নামে বির্তকিত সিনেমো শেয়ার করা হলে ২০১৩ সালে দেশটির নিম্ন আদালত ইউটিউব ব্লক করার নির্দেশ দিয়েছিল।
কিন্তু মামলাটি মিশরের জাতীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক আপীল করা হয় এবং এর রায়টি স্থগিত করা হয়।
২০১২ সালে মুক্তি পাওয়া বিতর্কিত এই চলচ্চিত্রটিতে হযরত মুহাম্মদ সা. কে একজন ‘ধোঁকাবাজ ও যৌন নিপীড়নকারী’ হিসেবে তুলে ধরে এবং এর প্রতিবাদে সারা বিশ্বে বিশেষকরে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক আমেরিকা বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে অনন্ত ৩০ জন নিহত হয়েছিল।
মিশরের সর্বোচ্চ প্রশাসনিক আদালতের এই রায়টিকে চূড়ান্ত বলে মনে করা হয়। এর বিরুদ্ধে আপিল করা যাবে না বলেও জানিয়েছে আদালত।
সূত্র: পাঞ্চএনজি ডটকম
আরো পড়ুন- রোজা রেখে টুথপেস্ট, মাজন ব্যবহার করা যাবে?