বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


রোজা রেখে টুথপেস্ট, মাজন ব্যবহার করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম:  চলছে পবিত্র রমজান মাস। অনেকেই না জানার কারণে দ্বিধায় পড়ে যান এগুলোর ব্যবহার নিয়ে। আবার কেউ কেউ ব্যবহার করে ফেলেন কিছু না ভেবেই। তো আসুন জেনে নিই রোজা রেখে ‍টুথপেস্ট ও মাজন ব্যবহারে ইসলামি শরিয়তে কী বিধান রয়েছে।

রোজা অবস্থায় টুথপেস্ট ও মাজন দিয়ে াদাঁত পরিস্কার করা মাকরুহ।কারণ,  এগুলোর মধ্যে এক ধরণের স্বাদ রয়েছে। যা কণ্ঠনালীতে যাওয়ার আশংকা রয়েছে।  এগুলোর কিছু কণ্ঠনালীতে চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে।

সূত্র: ফাতহুল কাদির: ২/২৬৬, ফাতোয়া হক্কানিয়া: ৪/১৬৮।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ