শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বেঁচে আছেন যুবরাজ মুহাম্মদ, অংশ নিলেন পরিষদ সভায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বেঁচে আছেন। মঙ্গলবার তিনি দেশটির অর্থনৈতিক উন্নয়ন পরিষদের সভায় সভাপতিত্ব করেন।

এ খবর দিয়েছে আল আরাবিয়া ডটনেট, আওসাত ও আল আখবারিয়্যা। আরব নিউজও এ বিষয়ে এক টুইট করেছে গতকাল।

সৌদি আরবের সংবাদপত্র আরব নিউজের বরাতে জানা যায়, সৌদি আরবের উন্নয়ন অর্থনৈতিক অবকাঠামো বিষয়ক এক জরুরি সভার সভাপতিত্ব করেন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। সভাটি জেদ্দার প্রিন্স হাউজে অনুষ্ঠিত হয়।

কাউন্সিল বৈঠকে অর্থ মন্ত্রণালযয়ের বিভিন্ন প্রস্তাবসহ অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। চলতি অর্থবছরের সাধারণ বাজেট কর্মক্ষমতা ও ত্রৈমাসিক প্রতিবেদন পর্যালোচনাসহ  মূলধন ব্যয় ঘাটতি পাবলিক ঋণ সূচক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রিন্স সালমানকে নিয়ে আরব নিউজের টুইট

https://twitter.com/arabnews/status/999033105783705601

উল্লেখ্য, গত কয়েকদিন যাবত গণমাধ্যমে মুহাম্মদ বিন সালমানের মুত্যু সংবাদ আলোচিত হওয়ার পর আজ সৌদি সংবাদ মাধ্যমগুলোতে সরাসরি দেখা দিলেন মুহাম্মদ বিন সালমান।

ইরান ও রাশিয়ার কয়েকটি গণমাধ্যম তার মৃত্যুর গুজব ছড়িয়ে ছিল। তবে এ খবরকে বরাবরই মিথ্যা দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ।

আরবি নিউজ পোর্টাল আল আখবারিয়্যা  থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

আরো পড়ুন- ফিলিস্তিনি প্রেসিডেন্টের স্বাস্থ্যের খোঁজ নিলেন যুবরাজ মুহাম্মদ

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ