ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে আটরশী মুরিদ কর্তৃক মাদরাসার ছাত্র ও শিক্ষকদের উপর হামলা ও এক মাদরাসা ছাত্রকে হত্যা করার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন।
হেফাজত মহাসচিব বলেন, যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে গড়িমসি করা হয় তাহলে বাংলাদেশে শিরকের আড্ডাখানা ও মাজারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
২৭ ফেব্রুয়ারি কক্সবাজারের চকরিয়ার ফয়জুল উলুম মাদরাসার বার্ষিক মাহফিলের প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন!
আল্লামা বাবুনগরী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা এইসব মাজার নামক সন্ত্রাসী আখড়াগুলি তল্লাশি করুন। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
আল্লামা বাবুনগরী হাতিরঝিলে মসজিদ অপসারণ প্রসঙ্গ এনে বলেন, হাতিরঝিলের মসজিদটি সরিয়ে নেওয়ায় ঈমানদার হিসেবে প্রত্যেকের মনে বড় আঘাত।
বাবুনগরী বলেন, হাতি ছাড়া হাতিরঝিল নাম করণ হলেও মসজিদের শহর মসজিদ ছাড়া হাতিরঝিল হতে পারে না। মসজিদ কেন্দ্রিক শোভাবর্ধন করুন। মসজিদ বিহীন শোভাবর্ধন অসম্পূর্ণ শোভাবর্ধন।
জৈন্তাপুরে হামলা; হাসপাতালে কাতরাচ্ছে ৩০ শিক্ষার্থী