বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
খাদেম-ক্লিনার ও শিক্ষক নিয়োগ দেবে ‘গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট’ স্বাধীন দেশে অবৈধ অস্ত্রধারী সংগঠন থাকবে না: র‍্যাব মহাপরিচালক  মার্চে ৫৫২ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬৫, আহত ১২২৮ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের তেজগাঁও আল-জামিয়াতুল ইসলামিয়া বায়তুল আমান মাদরাসায় ভর্তি শুরু আগামীকাল   ইরানের হামলার জন্য নেতানিয়াহুই দায়ী: এরদোগান ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪, ট্রাকচালক আটক ইসরায়েলে হামলার বিষয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট রাইসি ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী ইরান-ই’সরায়েল যুদ্ধের পরিস্থিতির আলোকে প্রস্তুতি নিতে মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জৈন্তাপুরে হামলা; হাসপাতালে কাতরাচ্ছে ৩০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সিলেটের জৈন্তাপুরের হরিপুর ‍মাদরাসায় মাজারপন্থীদের অতর্কিত হামলার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলায় গতকাল রাতে নিহত হয়েছেন মোজাম্মিল নামের এক মাদরাসা শিক্ষার্থী।

সোমবার রাত ১২টার দিকে এ ঘটনায় আহত হন মাদরাসার ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী। তারা সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মোজাম্মিল হোসেন (২৫) হরিপুর মাদরাসার দাওয়ায়ে হাদিসের ছাত্র ছিলেন। তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি এলাকায়।

এছাড়াও হামলায় হরিপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুস সালাম গুরুতর আহত হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। এ মহুর্তে তিনি কিছুটা সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন জৈন্তাপুর মাদরাসার শিক্ষক মাওলানা কবির আহমদ চতুলী।

মাওলানা কবির আহমদ আওয়ার ইসলামকে জানান, রাতে মাদরাসায় হামলা ও নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকার সর্বসাধারণ জনতা রাস্তায় নেমে আসেন। তারা অপরাধীদের বিচার চেয়ে রাস্তায় মিছিল করেন।

 

জানা যায়, প্রথম দফায় ভণ্ডরা মারপিট শুরু করলে ঘটনাস্থলে মোজাম্মিল নিহত হন। কিছুক্ষণ পর দ্বিতীয় দফায় হামলা চালায় ওই লোকেরা। তখন মাদরাসা শিক্ষার্থীরা স্থানীয় বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে আশ্রয় নিলে তারা সেখানেও হামলা চালায়।

বিক্ষুব্ধ ভণ্ডরা চারটি গ্রামে জ্বালাও-পোড়াও, ভাঙচুরও চালায়। এভাবে মঙ্গলবার ভোর পর্যন্ত সহিংসতা চলে।

পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকার চেয়ারম্যান ও মাতব্বরদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি ময়নুল জাকির মিডিয়াকে জানান, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা টহলে রয়েছেন।পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

মারা যাননি এনাম আহমদ

এদিকে এনাম আহমদ নামের আরেক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে খবর ছড়ালেও দুপুরে মাওলানা কবির আহমদ চতুলি আওয়ার ইসলামকে জানান, এনাম আহমদ এখনো জীবিত রয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, প্রথমে আমরাও ধারণা করেছিলাম এনাম আহমদ শহীদ হয়েছেন, কিন্তু পরে জানা যায় তিনি এখনো জীবিত আছেন।

তবে তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে দুজন ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।

উলামাদের মিটিং চলছে

রাতে বেদাতিদের অতর্কিত হামলা এবং পরবর্তি পরিস্থিতি নিয়ে হরিপুর মাদরাসায় বর্তমানে সিলেটের আলেমদের মিটিং চলছে। সেখানে উপস্থিত রয়েছেন মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরীসহ সিলেটের শীর্ষ উলামায়ে কেরাম।

তারা আলোচনার মাধ্যমে পরবর্তি করণীয় নির্ধারণ করবেন বলে জানা গেছে।

জৈন্তাপুরে মাদরাসায় মাজারপন্থীদের হামলা; নিহত ১


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ