আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক
সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল হাইআতুল উলআয়া লিল জামিআতিল কওমিয়া’র অন্তর্ভুক্ত ৫ বোর্ডের শীর্ষ নেতৃবৃন্দ গতকাল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে দশটায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ১২টায়।
তানজিমুল মাদারিসিল কওমিয়ার চেয়ারম্যান মুফতি আরশাদ রাহমানী আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন।
বৈঠক সূত্রে জানা যায়, ৫ বোর্ডের নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট ৫টি দাবি উত্থাপন করেন। তাহলো,
১. হাইআতুল উলইয়াকে ইউজিসির অধীন না করে তাকে ইউজিসির মান দেয়া হোক।
২. হাআইতুল উলইয়ার খসড়া গঠনতন্ত্রটি সর্বসম্মতিক্রমে পাশ হয় নি, সুতরাং তাতে কিছু সংযোজন-বিয়োজনের সুযোগ দিতে হবে।
৩. হাইআতুল উলইয়ার অংশিদার প্রত্যেক বোর্ড থেকে একজন করে কো-চেয়ারম্যান নিয়োগ দেয়া হোক।
৪. বেফাক থেকে আজীবন চেয়ারম্যান থাকার যে বিধানটি পুনর্বিবেচনা করা হোক। পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের মাধ্যমে নির্ধারণের বিধান করা হোক।
৫. মাদরাসাগুলোকে বোর্ড নির্বাচনের স্বাধীনতা দেয়া হোক।
মুফতি আরশাদ রাহমানীকে উল্লিখিত বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমাদের মূল দাবি হাইআতুল উলয়াকে ইউজিসির মান দেয়া হোক। কওমি বিশ্ববিদ্যালয় করে তা সরকারি প্রতিষ্ঠান ইউজিসির অধীনে রাখা না হোক।
অন্যগুলো ঠিক দাবি নয়; সেগুলোকে আমরা পরামর্শ হিসেবে উপস্থাপন করে বিবেচনার অনুরোধ করেছি মাত্র।
বৈঠকে অংশনেয়া মুফতি মোহাম্মদ আলী আওয়ার ইসলামকে বলেন, বৈঠক অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে হয়েছে এবং মন্ত্রী মহোদয় সমস্যার সমাধানে উদ্যোগ নিবেন বলে আশ্বস্ত করেছেন।
আলোচ্য বিষয় সম্পর্কে তিনি বলেন, নির্ধারিত ৫টি বিষয়েই আলোচনা হয়েছে তা নয়। আমরা হাইআতুল উলয়ার সার্বিক পরিস্থিতি তার সামনে তুলে ধরেছি।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৫ বোর্ডের নেতৃবৃন্দ বসছেন সাড়ে ১০টায়