শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


মুফতি ওয়াক্কাসের নেতৃত্বে জমিয়ত সুরক্ষা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ
বিশেষ প্রতিবেদক

বাংলাদেশের অন্যতম ইসলামি রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামে চলমান দ্বন্দ্ব ও অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে জমিয়ত ঢাকা মহনগর সুরক্ষা কমিটি নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছেন দলের নির্বাহী সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

জানা যায়, রাজধানীর পল্টনে জমিয়তের প্রবীন নেতা সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের নেতৃত্বে ৩১ সদস্যের এ কমিটি গঠিত হয়।

কমিটিতে আহ্বাক করা হযেছে সাবেক দফতর সম্পাদক মাওলানা বেলায়েত আল ফিরোজী।

এছাড়া মাওলানা জাকির হুসাইন খানকে সদস্য সচিব ও মাওলানা আতাউর রহমান খানকে অর্থসচিব করে ৩১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, সহ সভাপতি আব্দুর রহিম ইসলামাবাদী, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মুফতি রেজাউল করিম প্রমুখ।

সভাপতিত্ব করেন মুফতি শেখ মুজিবুর রহমান।

বৈঠকের একাধিক সূত্র আওয়ার ইসলামকে জানিয়েছে, আহবায়ক কমিটি ৪ টি এজেন্ডা নিয়ে কাজ করবেন।

এগুলো হলো, দলীয় প্রধানের কাছে বর্তমান মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর পদত্যাগ, সাংগঠন সম্পদাক উবায়দুল্লাহ ফারুককে দল থেকে বহিস্কার, জমিয়তে নতুন আসা নেতাদের নীতি নির্ধারণী কমিটিতে না রাখা এবং মজলিসে আমেলা থেকে সম্প্রতি যাদের বাদ দেয়া হয়েছে তাদের পুনর্বহাল করা।

জমিয়তে নেতাদের দূরত্ব মেটাতে সভাপতির কাছে যাচ্ছেন ৬ নেতা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ