হামিম আরিফ: ভারতের উত্তর প্রদেশ থেকে জঙ্গি সন্দেহে বাংলাদেশি নাগরিক আবদুল্লাহসহ ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের ভাষ্য ছিল আবদুল্লাহ আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য। ভারতে জঙ্গিদের নকল পরিচয়পত্র তৈরি করার কাজ করে থাকে। তবে দুইদিন ধরে এ অভিযোগ প্রমাণ করতে না পারায় গতকাল তাদের ছেড়ে দেয় পুলিশ।
গত ৬ আগস্ট ভারতের উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হয় আবদুল্লাহকে। এছাড়াও পরবর্তী আরেক অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করেছিল পুলিশ। যারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নাগরিক বলে জানা গেছে। তাদের ব্যাপারেও কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
মিথ্যা অভিযোগে গ্রেফতার করায় সোমবার এক সংবাদ সম্মেলনে দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানি তীব্র নিন্দা জানান। তিনি বলেন, পুলিশ কেমন দায়িত্বশীল যে গ্রেফতারের আগে তাকে ভালো করে যাচাই বাছাই করা হলো না।
তিনি ভুয়া গ্রেফতারকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন। বলেছেন, এরা মুসলিম এবং মাদরাসা শিক্ষার্থী এ জন্যই এদের টার্গেট করা হয়েছে। এর সুষ্ঠু জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে।
তিনি মিডিয়াকে একহাত নিয়ে বলেন, শিক্ষার্থীদের গ্রেফতারে মিডিয়া অনেক রঙ লাগিয়ে রিপোর্ট করেছে। তাদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়া হয়েছে। কিছু মিডিয়া এদের গ্রেফতারের পর মাদরাসাকে নজরদারিতে রাখারও সুপারিশ করেছিল। যা হঠকারী এবং দূরভিসন্ধিমূলক।
আল্লামা আরশাদ মাদানি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, যতক্ষণ পর্যন্ত একজন সম্পর্কে সুস্পষ্ট প্রমাণাদি না পাওয়া যাবে ততক্ষণ যেন তার ব্যাপারে কিছু প্রকাশ না করা হয়। এতে করে তার জীবনের ভবিষ্যত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি সংবাদ সম্মেলন করে ভুল স্বীকারের আহ্বান জানান। যাতে তার গ্রেফতারে মানুষের মধ্যে যেসব ভুল ধারণা তৈরি হয়েছে তা দূর হয়।
উল্লেখ্য, আবদুল্লাহ ২০১১ সালে ভারতে আসে। থাকত সাহারানপুর জেলায়। গত মাসে মুজাফ্ফরনগরের কুটেসারায় আসে। এর আগে সে দারুল উলুম দেওবন্দে ছিল।
ভারতে বাংলাদেশি গ্রেফতার, জঙ্গি বলে সন্দেহ পুলিশের
সূত্র: মিল্লাতটাইমস
http://urdu.millattimes.com/15386.php
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে
৩ মাস ব্যাপী লেখালেখি ও সাংবাদিকতা কোর্স
লেখালেখি ও সাংবাদিকতায় আগ্রহীদের জন্য আওয়ার ইসলামের অনন্য উদ্যোগ। অভিজ্ঞ লেখক ও সাংবাদিকদের তত্ত্বাবধানে দক্ষ কর্মী গড়ে তুলতেই এ আয়োজন। বলা ও লেখায় স্মার্টনেস আনতে স্বল্প সময়ে আপনার জন্য উপযোগী মাধ্যম।
🎆 মেয়াদ : ৩ মাস। ২০ টি ক্লাস। প্রতিটি ক্লাসের সময় ২ ঘণ্টা।
🎆 ভর্তির সময় : ২ আগস্ট থেকে ১১ আগস্ট।
🎆 ক্লাসের সময় : প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে ১২ টা।
🎆 ক্লাস শুরু : ১১ আগস্ট শুক্রবার, সকাল ৮টা।
🎆 কোর্স ফি : ১৫০০/- (পনেরশ’ টাকা, এককালীন)
🎆 আসন সংখ্যা : সর্বোচ্চ ৩০ জন।
🎆 ক্লাসের বিষয় : ১. ছোট ছোট রচনা ২. রচনা পর্যালোচনার প্রাথমিক নিয়ম ৩. লেখালেখির প্রাথমিক নিয়ম কানুন ৪. অনুবাদের অনুশীলন ৫. সংবাদ লেখার নিয়ম ও কলাকৌশল ৬. প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে কাজের অনুশীলন ৬. হিফজুন নুসুস ৭. সংবাদপত্রের সামগ্রিক ধারণা ৮. ফিচার ও প্রতিবেদন তৈরি ৯. সম্পাদনা।
🎆 প্রশিক্ষক
মুহাম্মদ যাইনুল আবিদীন, মুহাদ্দিস লেখক ও অনুবাদক
আহমদ সেলিম রেজা, সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলাদেশ প্রতিদিন
মীর মাসরুর জামান রনি, বার্তা সম্পাদক, চ্যানেল আই
আইয়ুব বিন মুঈন, লেখক ও ভাষাবীদ
জহির উদ্দিন বাবর, সভাপতি বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম
হুমায়ুন আইয়ুব, সম্পাদক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম
🎆 কোর্স তত্ত্বাবধান
মুহাম্মদ আমিমুল ইহসান
প্রধান সম্পাদক, আওয়ার ইসলাম
🎆 কোর্স পরিচালক
রোকন রাইয়ান
নির্বাহী সম্পাদক আওয়ার ইসলাম
🎆 আওয়ার ইসলামের ফেসবুক পেইজের ইনবক্স বা ইমেইলে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ভর্তি ফরম ১০০ টাকা। বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করার পর ফরম পাঠিয়ে দেয়া হবে।
🎆 ক্লাস শেষে প্রতিটি বিষয়ের শিট দেয়া হবে। উত্তীর্ণদের জন্য সার্টিফিকেট সরবরাহ করা হবে। নির্বাচিতদের জন্য থাকবে চাকরির সহযোগিতা ও দিকনির্দেশনা।
🎆 বিস্তারিত যোগাযোগ ও ফরম সংগ্রহের বিকাশ নম্বর
01717 831937 (বিকাশ, পারসোনাল)
🎆 ঠিকানা : ourislam24 .com ১২২/১ উত্তর মুগদা, (বাশার টাওয়ার সংলগ্ন মদিনা মসজিদের পেছনে) ঢাকা।