বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ভারতে বাংলাদেশি গ্রেফতার, জঙ্গি বলে সন্দেহ পুলিশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের উত্তর প্রদেশের পুলিশ এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে।  মুজাফ্‌ফরনগর থেকে উত্তর প্রদেশ সন্ত্রাসদমন শাখা তাকে গ্রেফতার করে। তারা ধারণা করছে সে বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

ভারতের আজকাল পত্রিকার রিপোর্টে জানা যায়, মুজাফ্‌ফরনগর জেলার কুটেসারা গ্রাম থেকে রবিবার সকালে আবদুল্লাহ নামের ওই বাংলাদেশিকে গ্রেপতার করা হয়। তার কাছে নকল আধার কার্ড ও পাসপোর্টও পেয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জেরায় আবদুল্লা জানিয়েছে, সে ২০১১ সালে ভারতে আসে। থাকত সাহারানপুর জেলায়। গত মাসে মুজাফ্‌ফরনগরের কুটেসারায় আসে।

পুলিশ আরও জানায়, আবদুল্লা বাংলাদেশিদের জন্য নকল পাসপোর্ট এবং পরিচয়পত্র তৈরি করে দেয়ার কাজ করত।

এ ঘটনার পর সাহারানপুরের ডেপুটি আইজির নেতৃত্বে উত্তর প্রদেশ এটিএস, মুজাফ্‌ফরনগর, সাহারানপুর এবং শামলি থানার পুলিশ এ তিন জেলায় ব্যাপক অভিযান চালিয়েছে। এ সময় শামলির জালালাবাদ থেকে দু’‌জনকে গ্রেপ্তারও করেছে তারা।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আহসান হাবিব পেয়ার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ