সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

লন্ডনে মুসলিমদের উপর হামলাকারীর প্রাণ রক্ষা করেন ওই মসজিদেরই ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লন্ডনের ফিন্সবেরি পার্ক মসজিদের মুসল্লিদের উপর গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন ব্যক্তিকে রক্ষা করেন ওই মসজিদের ইমাম মোহাম্মদ মাহমুদ। বিক্ষুব্ধ লোকজন তাঁকে আটক করে ‘কিল ও ঘুষি’ মারছিলেন তিনি তাঁকে সবার হাত থেকে রক্ষা করেন।

দি ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, তিনি প্রথম বিক্ষুব্ধ লোকজনের কাছ থেকে সন্দেহভাজন লোকটিকে বাঁচাতে এগিয়ে আসেন। এরপর তিনি উত্তর লন্ডনের পুলিশের হাতে তাঁকে তুলে দেন।

ইমাম মোহাম্মদ মাহমুদ বলেন, ‘আমরা দেখলাম, কিছু মানুষ দ্রুত একজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেললেন এবং কয়েকজন তাকে কিল-ঘুষি মারতে শুরু করলেন। আমরা তাকে আত্মসমর্পণ করতে বললাম এবং তাকে অন্য কোনো ক্ষতিকর কিছু থেকে বাধা দিলাম।’

লন্ডনে গাড়িচাপায় নিহত মুসল্লি বাংলাদেশি বংশোদ্ভূত

লন্ডনে এবার মুসুল্লিদের উপর গাড়ি হামলা

ওই ইমাম বলেন, ‘আমরা সব ধরনের আক্রমণ ও গালিগালাজ থেকে তাঁকে রক্ষা করলাম। তাকে নিরাপদে পুলিশের হাতে তুলে দিলাম।

তিনি আরও জানান, তিনি স্থানীয় মানুষের সহযোগিতার কারণেই লোকটি আরও ক্ষতিকর কিছু থেকে বিরত রাখা সম্ভব হয়েছে।

এ বিষয়ে মুসলিম ওয়েলফেয়ার হাউস কমিউনিটি সেন্টারের চিফ এক্সিকিউটিভ তৌফিক কাসিমিও বলেন ইমামের উদ্যোগের কারণে বেঁচে গেছে ওই ব্যক্তি।

অন্যদিকে সন্দেহভাজন হামলাকারীকে সনাক্ত করেছে লন্ডন পুলিশ।

পুলিশ জানায়, হামলাকারীর নাম ড্যারেন অসব্রোন (৪৭)। চার সন্তানের পিতা ড্যারেনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ