শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট

লন্ডনে গাড়িচাপায় নিহত মুসল্লি বাংলাদেশি বংশোদ্ভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাজ্যের লন্ডনে মুসল্লিদের ওপর চালানো সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে।

স্থানীয় সময় রোববার রাতে উত্তর লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিনসবারি পার্কে অবস্থিত মুসলিম ওয়েলফেয়ার মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে একজন বাংলাদেশি প্রবীণ নিহত এবং আরও ১০ মুসল্লি আহত হন।

এ ঘটনায় নিহত প্রবীণ ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত। তবে সংবাদ মাধ্যমটি নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

টেলিগ্রাফ জানায়, তিনি (নিহত ব্যক্তি) রোববার সন্ধ্যায় ইফতার শেষে মাগরিবের নামাজ পড়তে ওই মসজিদে গিয়েছিলেন। সেখান থেকে তারাবির নামাজ শেষে ফেরার পথে মুসলিম বিদ্বেষী হামলার শিকার হয়ে প্রাণ হারান।

লন্ডনে এবার মুসুল্লিদের উপর গাড়ি হামলা

টেলিগ্রাফ আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, মুসল্লিরা মসজিদে নামাজ পড়ার সময় কাভার্ড ভ্যানটি রাস্তার এক পাশে দাঁড় করানো ছিল। নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার পরপরই গাড়িটি তাদের ওপর চালিয়ে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলা চালানো ওই ভ্যানটি নামাজ শেষ করে লোকজন বের হওয়ার অপেক্ষায় বেশ কিছুক্ষণ ধরেই রাস্তার এক পাশে দাঁড় করানো ছিল।

এদিকে এক বিবৃতিতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, রাত ১২টা ২০ মিনিটের পর তাদের পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার খবর জানানো হয়।

মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার নেইল বসু বলেন, মুসলিম ওয়েলফেয়ার মসজিদের কাছের ফুটপাথে একজন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা (ফাস্ট এইড) দেয়ার সময় হামলার ঘটনা ঘটে।

দুঃখজনকভাবে ওই ব্যক্তির মৃত্যু ঘটে। হামলার কারণেই ওই ব্যক্তি মারা গেছেন তা এখনই বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন নেইল বুস।

পবিত্র রমজান মাসে মুসল্লিদের ওপর এ হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)। সংগঠনটি যুক্তরাজ্যের মসজিদগুলোতে অতিরিক্ত নিরাপত্তার আহবান জানিয়েছে।

এদিকে মুসল্লিদের ওপর যে ধরনের হামলা হয়েছে তার প্রকৃতি বিচার করে মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করতে বাড়তি তৎপরতা চালনো হবে বলে জানিয়েছে পুলিশ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ