শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


দারুল উলূম দেওবন্দের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেছারুদ্দীন বিন মিজান, দেওবন্দ, ভারত

আজ ১৮ই জুন, রোজ রবিবার, মোতাবেক ২২ রমজান স্থানীয় সময় বিকেল ৩টায় দারুল উলূম দেওবন্দের দারুল হাদিসের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে!

এতে দারুল উলূম দেওবন্দের প্রবীণ উস্তাদ ও জমিয়তে উলামায়ে হিন্দের কার্যকরী কমিটির সভাপতি মাওলানা সালমান বিজনুরী সাহেবের দুই ছেলে সফওয়ান দেওবন্দী ও যাকওয়ান দেওবন্দী যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান এবং আব্দুস সামাদ দেওবন্দী তৃতীয় স্থান অধিকার করেন!

অন্যান্য জামাতের ফলাফল প্রকাশ করা হয়েছে আরো দুদিন আগেই, দাওরায়ে হাদিসের ছাত্রসংখ্যা অধিক হওয়ায় দুদিন বিলম্বে হয়েছে এই জামাতের ফলাফল প্রকাশে!

দেওবন্দের দ্বিতীয় মুহতামিম মাওলানা রফি উদ্দিন রহ.

আলহামদুলিল্লাহ প্রতিবছরের ন্যায় এ বছরও বাঙ্গালী ছাত্রদের কৃতিত্ব চোখে পড়ার মত৷ বিদেশী ছাত্রদের মধ্যে বাঙ্গালী ছাত্ররা বরাবরই এগিয়ে থাকে অন্যদের তুলনায়। সেই ধারাবাহিকতায় এ বছরও তাদের গড় ফলাফল অন্যদের চেয়ে শীর্ষে৷

উল্লেখ্য: ভারতের উল্লেখযোগ্য যে কোন মাদরাসায় তাখাসসুসে ভর্তি হওয়ার জন্য দারুল উলূম দেওবন্দের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের বিকল্প নেই। তাই অন্যান্য পরীক্ষার তুলনায় ছাত্র শিক্ষক সকলের নিকট দাওরো হাদিস পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

বিস্তারিত ফলাফল দেখতে : http://darululoom-deoband.com/urdu/result/1497771509news.htm


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ