আওয়ার ইসলাম : বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ইফতার মাহফিল ও সাহিত্য সভা শনিবার (১৭ জুন) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাকরাইলের ছুন-ঝি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ইসলামি ধারার শতাধিক লেখক-সাহিত্যিক অংশগ্রহণ করেন।
ইফতারের আগে অনুষ্ঠিত হয় সাহিত্য সভা। এতে তরুণ লেখকরা স্বরচিত লেখা পাঠ করেন। পঠিত লেখার ওপর সমালোচনা করেন বিশিষ্ট সাহিত্য সমালোচক হাসান রাউফুন। পরে নির্বাচিত পাঁচজন লেখককে পুরস্কৃত করা হয়।
লেখক ফোরামের সাহিত্য ভ্রমণ কাল
ইফতারপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড দাওয়াহ বাংলাদেশ এর পরিচালক মাওলানা শরীফ মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রব্বানী, সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস এর সেক্রেটারি জেনারেল ছফিউল্লাহ আরিফ, মাসিক মদীনা সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, আল-নূর কারচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা সালমান, ইসলামী লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, প্রিয়ইসলাম ডটকমের সম্পাদক মিরাজ রহমান, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, আওয়ার ইসলামের বার্তা সম্পাদক আতাউর রহমান খসরু, রাজনীতিক মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আবদুল হক আমিনী, মাসিক আল কারিমের নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন সাকী, ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি খোরশেদ আলম, আল-নূর কালচারাল সেন্টারের প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম ও সাহিত্য সম্পাদক সায়ীদ উসমান।
ইফতারের আগে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীসহ অসুস্থ আলেমদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        