শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


তিন হাজার গোলাপ দিয়ে লন্ডনবাসীর প্রতি মুসলমানের ভালোবাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লন্ডন ব্রিজ হামলার অভিনব প্রতিবাদ জানালো ব্রিটিশ মুসলিমরা৷ লন্ডনবাসী এবং পর্যটকদের হাতে ৩০০০টি গোলাপ ফুল তুলে দিলেন একটি বিশেষ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা৷ ব্যস্ত লন্ডন ব্রিজে একটি গাড়ি বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা মারে৷

এরফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল আটজন পথচারীর৷ এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছিল পাক বংশোদ্ভুত ব্রিটিশ জঙ্গি৷

এই ঘটনায় নিহতদের পরিবারের এবং আহত ব্যক্তিদের প্রতি ভালোবাসা পৌছে দেওয়ার জন্যই একটি বিশেষ ইভেন্টের আয়োজন করেছে এই সংস্থাটি৷ লন্ডনের এহেন একটি ঘটনায় আবেগবিহ্বল হয়ে পরেছেন লন্ডনবাসী৷

‘গুনাহ ট্যাক্স’ চালু করল সৌদি আরব

তবে, সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, তারা মানুষের মধ্যে ভালোবাসার বার্তা পৌছে দেওয়ার জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই নাশকতার ফলে মানুষের মনে ভয় জন্মেছে৷ সেই ভয় দূর করতেই মানুষের মধ্যে ভালোবাসা পৌছে দিতে চেয়েছে৷

এই প্রসঙ্গে ওই সংগঠনের এক ব্যক্তি বলেন, এই চরমপন্থাদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে৷ আর মুসলিমদের প্রতি যাতে মানুষ ভরসা না হারায় তাই মুসলিমরাই এগিয়ে এসেছেন এই নাশকতার বিরুদ্ধে ভালোবাসার বার্তা পৌছে দিতে৷ সারা দেশের মুসলিমরাই এই নাশকতার চরম নিন্দা করেছে৷

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ