শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘গুনাহ ট্যাক্স’ চালু করল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: সিগারেট, মদ ও স্বাস্থ্য হানিকারক পণ্যে এবার ‘গুনাহ ট্যাক্স’ চালু করল সৌদি আরব।

বেসরকারি সংবাদ সঙস্থার খবর অনুযায়ী, স্বাস্থের জন্য হানিকারক এমন সব পণ্যের ট্যাক্স বৃদ্ধি করার পর সিগারেটের দাম দিগুণ হয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সৌদি আরব নয় বরং উপসাগরীয় দেশগুলোতেও এই ভ্যাটের আইন জারি করা হবে। এই প্রোগ্রামের উদ্দেশ্য শুধুমাত্র স্বাস্থ্য হানিকারক দ্রব্যের ব্যবহার শিথিল করা। এই প্রোগ্রামের সাহায্যে তেলের দাম কমে যাওয়ায় রাষ্ট্রীয় কোষাগারের ক্ষতিপূরণ করা সম্ভম বলে ধারণা করছে সৌদি অর্থমন্ত্রালয়।

এছাড়াও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য কিছু পণ্যের উপর ২০১৮ সাল থেকে ৫% অতিরিক্ত ভ্যাট আরোপ করা হবে বলেও জানা যায়।

সূত্র: কুদরত, আরব নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ